Get me outta here!

Tuesday, 8 September 2015

Power of attorney Bangladesh Government

একনজরে দেখে নিন বাংলাদেশের রাষ্ট্রীয় পদমর্যাদা...
পদমানক্রমে ২৫টি স্তরের ক্রমিক অবস্থান নিম্নরূপ:
১. প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি
২. প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী
৩. জাতীয় সংসদের স্পীকার
৪. বাংলাদেশের প্রধান বিচারপতি
প্রাক্তন রাষ্ট্রপতিবৃন্দ
৫. প্রজাতন্ত্রের মন্ত্রিবর্গ
প্রধান হুইপ
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার
সংসদে বিরোধী দলীয় নেতা
৬. মন্ত্রিপরিষদের সদস্য না হলেও মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিবর্গ
মন্ত্রিপরিষদের সদস্যবর্গ
ঢাকার মেয়র
৭. বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও কমনওয়েলথভুক্ত দেশসমূহের হাইকমিশনারগণ
৮. প্রজাতন্ত্রের প্রতিমন্ত্রিগণ
সংসদে বিরোধী দলীয় উপনেতা
হুইপ
প্রধান নির্বাচন কমিশনার
পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান
সুপ্রিম কোর্টের বিচারকগণ (আপীল বিভাগ)
৯. প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিগণ
নির্বাচন কমিশনারগণ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ
১০. প্রজাতন্ত্রের উপমন্ত্রিগণ
১১. উপমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিবর্গ
বাংলাদেশে নিযুক্ত বিদেশি দূতবর্গ
১২. কেবিনেট সচিব
সরকারের মুখ্য সচিব
সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ
১৩. জাতীয় সংসদ সদস্যবর্গ
১৪. বাংলাদেশে নিযুক্ত নন এমন সফররত বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ
১৫. এটর্নি জেনারেল
কম্পট্রোলার ও অডিটর জেনারেল
বাংলাদেশ ব্যাংকের গভর্নর
ন্যায়পাল
১৬. সরকারের সচিবগণ
সেনাবাহিনীর মেজর জেনারেল এবং নৌ ও বিমান বাহিনীর সমপদমর্যাদার অফিসারগণ
পুলিশের ইন্সপেক্টর জেনারেল
পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান
১৭. সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত সরকারি কর্মকর্তাবৃন্দ
বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যগণ
জাতীয় অধ্যাপকগণ
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের মহাপরিচালক
১৮. পৌর কর্পোরেশনের মেয়রগণ (স্ব স্ব এলাকায়)
১৯. সরকারের অতিরিক্ত সচিবগণ
বাংলাদেশে নিযুক্ত সাময়িক দায়িত্বপ্রাপ্ত বিদেশি রাষ্ট্রদূতগণ
বাংলাদেশী রাষ্ট্রদূত ও হাই কমিশনারগণ
বিশ্ববিদ্যালয়ের সিলেকশন গ্রেডের প্রফেসরগণ
রাষ্ট্রীয় কর্পোরেশনসমূহের চেয়ারম্যান
কমিশনের চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক
২০. অতিরিক্ত সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাগণ
বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যগণ
পাবলিক সার্ভিস কমিশনের সদস্যগণ
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার
২১. সরকারের যুগ্ম সচিবগণ
বিভাগীয় কমিশনারগণ (স্ব স্ব দায়িত্বের আওতায়)
পুলিসের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল
চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)
সেনাবাহিনীর ব্রিগেডিয়ার এবং নৌ ও বিমান বাহিনীর সমপদমর্যাদার অফিসারগণ
সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ
২২. যুগ্ম সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাগণ
বিভাগীয় কমিশনারগণ (স্বীয় দায়িত্বের আওতা বহির্ভূত)
পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (স্ব স্ব দায়িত্বের আওতায়)
কারা মহাপরিদর্শক
সেনাবাহিনীতে পূর্ণ কর্নেল পদে অধিষ্ঠিত অফিসার এবং সমপদে অধিষ্ঠিত নৌ ও বিমান বাহিনীর অফিসারবৃন্দ
২৩. অতিরিক্ত কমিশনারগণ (স্ব স্ব দায়িত্বের আওতায়)
পৌর কর্পোরেশনের মেয়রগণ (স্বীয় দায়িত্বের আওতা বহির্ভূত)
২৪. জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান (স্ব স্ব দায়িত্বের আওতায়)
ডেপুটি কমিশনারগণ (স্বীয় দায়িত্বের আওতায়)
পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (স্বীয় দায়িত্বের আওতা বহির্ভূত)
জেলা ও দায়রা জজ (স্বীয় দায়িত্বের আওতায়)
সেনাবাহিনীর লেফটেন্যাণ্ট কর্নেল এবং নৌ ও বিমান বাহিনীর সমপর্যায়ের অফিসারগণ
২৫. সরকারের উপসচিবগণ
প্রথম শ্রেণীর পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান (স্বীয় দায়িত্বের আওতায়)
উপজেলা পরিষদের চেয়ারম্যান (স্বীয় দায়িত্বের আওতায়)
সিভিল সার্জন (স্বীয় দায়িত্বের আওতায়)
পুলিশ সুপার (স্বীয় দায়িত্বের আওতায়)
সেনাবাহিনীর মেজর পদমর্যাদার অফিসার এবং নৌ ও বিমান বাহিনীর সমপর্যায়ের অফিসারবৃন্দ।

0 comments:

Post a Comment